ক্রেতার ঘোষনা
বিক্রয় রশিদ
ক্রেতা হলফনামা
বিক্রেতা হলফনামা
"গাড়ী ক্রয় হলফনামা"
নোটারী পাবলিকের কার্যালয়, ঢাকা বাংলাদেশ
দ্বিতীয় পক্ষ (ক্রেতা)
আমি/আমরা
পিতা/স্বামী
ঠিকানা (স্থায়ী)
জাতীয়তাঃবাংলাদেশী, ধর্মঃইসলাম, পেশাঃব্যবসা।
আমি/আমার হলফনামা পূর্বক ঘোষনা করিতেছি যে, আমি/আমরা/একটি পুরাতন
গাড়ী ক্রয় করিয়াছি, যাহার রেজিঃ নং
চেসিস নং
ইঞ্জিন নং
প্রস্তুতকারক
প্রস্তুতকাল
প্রথম পক্ষ (বিক্রেতা)
জনাব/জনাবা,
পিতা/স্বামী
ঠিকানা
আমি/আমরা প্রথম পক্ষের নিকট হইতে একটি পুরাতন গাড়ি ক্রয় করিয়াছি
গাড়িটির মূল্য
কথায়
টাকা।
এবং সম্পূর্ণ টাকা প্ররিশোধ করিয়া তাহার নামে যাবতীয় কাগজপত্র সহ গাড়ীটি ও মালিকানা বুঝিয়া নিয়াছি।
চলমান পাতা - ২
Print this page
পাতা - ০২
উল্লেখিত গাড়ী আমার নামে মালিকানা বদলি করিলে মালিকানা সংক্রান্ত কাগজপত্রের কোন জটিলতা তৈরি হইলে উহার সম্পূর্ণ দায় দায়িত্ব আমি/আমরা বহন করিব। বি আর টি এ কর্তৃপক্ষ কোন দায় দায়িত্ব বহন করিবে না।
চলমান পাতা - ৩
পাতা - ০৩
উপরোক্ত বিবরণ পড়িয়া এবং শুনিয়া উহার মর্ম কাহারো প্ররোচনায় প্ররোচিত না হইয়া অন্যের বিনা অনুরোধে বা সুস্থ শরীরে, স্বজ্ঞানে অত্র হলফনামায় আমার/আমাদের নিজ নাম স্বাক্ষর করিলাম।
হলফকারী স্বাক্ষর (ক্রেতা)
হলফকারীর আমার সম্মুখে স্বাক্ষর করিয়াছে,
আমি তাহাকে সনাক্ত করিলাম।
এডভোকেট